চাঁদপুর: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১৭ অক্টোবর) দুপুর টায় উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদদ মকবুল হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ সভাপতি মাহবুব পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সভাপতি খন্দকার সাইদুল আলম মাহফুজ,আওয়ামী লীগ নেতা জহিরুল হক লালু মাষ্টার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন ছাত্রলীগ, ওয়ার্ড ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/