শাহমাহমুদপুরের আজাদ খানের সাধারণ ইউপি সদস্য প্রার্থীতা প্রত্যাহার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই দিনে ৪নং মাহমাহমপুদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মো. আজাদ খান তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

বিকেলে তিনি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করে প্রত্যাহার করেন।

তিনি বলেন, আমি আমার ওয়ার্ডের টিউবওয়েল মার্কার প্রার্থী দেলোয়ার হোসেন পাঠানকে সমর্থন করে আমার প্রার্থীতা প্রত্যাহর করেছি। আমি নির্বাচনে অংশগ্রহন করবো না। দেলোর হোসেন পাঠানকে সমর্থন করলাম।

উল্লেখিত ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন ৪জন। বর্তমানে আজাদ খান প্রত্যাহার করার কারণে এখন প্রার্থী রয়েছে ৩জন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম