শাহতলী জিলানী চিশতী কলেজে অভিভাবক সমাবেশ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১নভেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানটি সদরের প্রথম বেসরকারি কলেজ । এখানে ৮০ভাগ শিক্ষার্থী মেয়ে। সন্ত্রাস, ইভটিজিং মুক্ত প্রতিষ্ঠান এটি। অভিভাবকরা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। ফলাফল পর্যালোচনা দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে। তবে সম্মিলিতভাবে বোর্ড পরীক্ষায় আমরা তোমাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি। এ প্রতিষ্ঠানের সকল বিষয় মেধাবী শিক্ষক রয়েছে। নিয়মিত ক্লাস হচ্ছে পাইভেট পড়ার প্রয়োজন হয় না। বাড়িতে নিয়মিত অধ্যয়ন করলে ভালো ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষক ও অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানের সমন্বয় থাকতে হবে। অভিভাবকগণ শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। সবাইকে তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছে সরকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মান করার লক্ষে কাজ করছে । যার কারিগর হচ্ছে তোমরা শিক্ষার্থীরা । ইন্টারমিডিয়েট হল শিক্ষা জীবনের টার্নিং পয়েন্ট। এ পর্যায়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হলে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হবে। তাই মেয়েদের জন্যও এ প্রতিষ্ঠান নিরাপদ। শিক্ষা সবার জন্যই অমূল্য সম্পদ।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মো: আবুল কালাম আজাদ ও কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, কলেজের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, অভিভাবক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াছমিন, গ্রন্থাগার শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মোহাম্মদ মেহেদী হাসান, অভিভাবক মো: অলি মিজি, অভিভাবক তাজুল ইসলাম, অভিভাবক মিজানুর রহমান সহ অন্যান্যনা।

অভিভাবক সমাবেশের শুরুতে একাদশ শ্রেনির প্রথমবর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের ও অভিভাবকদের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ বর্ষের একাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্রী ফেরদৌসি আক্তার জুঁহিকে পাঠ্যবই বিতরণ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম