চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনভাবে বিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। যে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করবে তাকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হবে। ইভটিজিং করলে কঠোর ব্যবস্থা করা হবে । শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, বিদ্যালয়ের অভিভাবক মো: জসিম মিজিসহ বিপুল সংখ্যক অভিভাবক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/