চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদরাসার ২০২৩সালের আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪আগস্ট) সকাল সাড়ে ১০টায় শাহ্তলী কামিল মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসা শতবছরের একটি ঐতিহ্যবাহী মাদরাসা। এ মাদরাসায় কামিল স্তর প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী। মাদরাসাটি এতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসা থেকে পড়াশুনা করে অনেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তোমাদেরও তাদের মতো হতে হবে। দেশের সেবা করতে হবে। প্রতিটা পরীক্ষাই খুব চ্যালেঞ্জের বিষয়, প্রতিটি পরীক্ষাতেই ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে মাদরাসার সুনাম তোমাদের অক্ষুন্ন রাখতে হবে।
তিনি বলেন, আমাদের এ মাদরাসার শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করছে, ভালো রোজাল্টের জন্য। এ মাদরাসার শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। তোমাদের মাদরাসায় আসা যাওয়া করতে কোন সমস্যা হলে আমাকে জানাবে, আমি দ্রুত ব্যবস্থা নিব। চাঁদপুরের নবাগত পুলিশ সুপার শাহতলী জিলানী চিশতী কলেজে বিদায় অনুষ্ঠানে বলেছেন কোন শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে দেরি হলে সাথে সাথে পুলিশকে জানালে, পরীক্ষার্থীদের পুলিশের গাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিব।
তিনি আরও বলেন, প্রযুক্তিতে তোমাদের দক্ষ হতে হবে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই প্রযুক্তিকে সঠিকভবে কাজে লাগাতে হবে। এখানে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, তাদের মেধাকে কাজে লাগাতে হবে। তোমাদের মানবিক হতে হবে, ভালো মানুষ হতে হবে। পড়াশুনার পাশাপাশি মনুষ্যত্ববোধ থাকতে হবে। তোমাদের আশেপাশের অসহায় মানুষের খোজঁখবর নিতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।
শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক কামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।
অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কামিল ১ম বর্ষের ছাত্র মো: মহিবুল্লাহ, ফাযিল ৩য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো: শাহপরান, মো: নেছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আহসান উল্ল্যাহ, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, সহকারি শিক্ষক হালিমা বেগম, সহকারি শিক্ষক সায়মা বিনতে ইব্রাহিম, শরীরচর্চা শিক্ষক মো: শরীফ হাওলাদার, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ গন্যমান্যব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার আলিম পরীক্ষার্থী হাফেজ নেছার উদ্দিন, ইসলামী সংগীত পরিচালনা করেন, মাদরাসার ছাত্র মো: নিরব হোসেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন মোহাদ্দেম মাওলানা আব্দুল হাই সাহেবের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক এবং তার রুহের মাগফিতরাত কামনা করে দোয়া করা হয় ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
ফম/এমএমএ/