চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ৪প্রভাষককে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।
রবিবার ( ১অক্টোবর) সকাল ১০টায় শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির অনুমোদনের মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ৪ প্রভাষককে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
নিয়োগ প্রাপ্তরা হলেন, ১। প্রভাষক (আরবি) মো: নাজির হোসেন ২। প্রভাষক (আরবী) মো: আব্দুস সালাম ৩। প্রভাষক (বাংলা) সখিনা আক্তার, ৪। প্রভাষক (ইংরেজী) সাদিয়া রহমান।
এদিকে নবাগত ৪জন প্রভাষককে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানয়েছেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
ফম/এমএমএ/