শাহতলীতে দুটি সপ্রাবি’র শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়দ্বয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) পৃথকভাবে বিদ্যালয়দ্বয়ের মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, সরকার জেএসসি ও সমাপনী পরীক্ষা বাতিল করেছে। প্রাথমিক স্তর শিক্ষার মূলভিত্তি। যে শিক্ষার্থী প্রাথমিক স্তরে ভালো করবে, তাদের উচ্চ শিক্ষা গ্রহন সহজ হয়। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। ভবিষ্যতে তোমরা স্মার্ট বাংলাদেশের কারিগর হবে। স্মার্ট বাংলাদেশ তোমাদেরকেই গড়তে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে এ বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। তোমাদের নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। শিক্ষকদের ঝড়ে পড়া রোধকল্পে কাজ করতে হবে।তোমাদের কোন সমস্যা হলে আমাকে ও প্রধান শিক্ষককে জানাবে। অর্থের অভাবে কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ করা যাবে না। সরকার তোমাদের উপবৃত্তি দিচ্ছে। শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন। ভালো রেজাল্ট করে তোমরা জিলানী চিশতী উবি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে ভর্তি হতে পারবে।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মাওলানা মামুন হোসাইন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়দ্বয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ। পরে ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা ডে ক্যাম্প-২০২৩ এর অংশগ্রহন সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার। তারা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম