মতলব উত্তর (চাঁদপুর): আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
১৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় মোহনপুর মা ও শিশু কল্যাণ হাসপাতাল মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
সভায় সভাপতিত্ব করবেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন এবং পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলা আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধ প্রেমি সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
ফম/এমএমএ/