চাঁদপুর: চাঁদপুর শহরের যমুনা রোড টিলাবাড়ী এলাকায় শহর রক্ষা বাঁধে হঠাৎ ধস দেখা দেয়। রবিবার (২ জানুয়ারি) সকালে এই ঘটনার পর সরেজমিন ধস এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসক পরিদর্শন শেষে এই বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর আগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেন। সর্বশেষ রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) অখিল কুমার বিশ্বাস, এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. মনিরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চাঁদপুর) মো. জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অখিল কুমার বিশ^াস সাংবাদিকদেরকে জানান, আগামীকাল সোমবার থেকেই ধস প্রতিরোধে কাজ শুরু করা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে এটি নিয়ন্ত্রণে চলে আসবে। প্রতিরোধ করার জন্য সকল প্রস্তুতি আছে।
এদিকে, সিসি ব্লক ধসের সংবাদ জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/