
চাঁদপুর: মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন বক্তব্য রাখেন চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিশ।
তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু, ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদ ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী যে দশটি কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিয়ে রেখেছেন, তা বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করছেন। এছাড়াও মহামারি করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করেছেন এবং এখনও করছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করেছেন প্রশাসনের কর্মকর্তাগণ। ভ্রাম্যমান আদালত সাধারণ মানুষের চলাচল সীমিতকরণ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যাপক ভূমিকা পালন করেছে।
চাঁদপুরের বিষয়ে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলার অন্যতম প্রধান চ্যালেঞ্চ হচ্ছে নদী ভাঙন। স্থায়ী বাঁধ না থাকার কারণে প্রতিবছর মেঘনার ভাঙনে নদী উপকূলীয় বাসিন্দাদের বসতভিটাসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। একটি স্থায়ী ও শক্তিশালী শহর রক্ষা বাঁধ নির্মাণ এ জেলার অধিবাসীদের প্রাণের দাবী। এই বিষয়ে তিনি প্রধামন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।
ফম/এমএমএ/