শহরে ড্রেনের উপর অবৈধভাবে দেয়াল নির্মাণ, ভেঙে দিলো পৌরসভা

চাঁদপুর: শহরের রহমতপুর আবাসিক এলাকায় ড্রেনের উপর অবৈধভাবে দেয়াল নির্মাণ করায় তা ভেঙে দিলো চাঁদপুর পৌরসভা।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার নির্দেশে রাবেয়া বেগমের মালিকানাধীন ৩৫ নং বাসাটির দেয়ালটি ভেঙ্গে দেয়া হয়। এসময় চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার নূর মোঃ গাজী হাসান ও মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চাঁদপুর পৌরসভার ড্রেনের উপর অবৈধভাবে জোর পূর্বকভাবে দেয়াল নির্মাণ করেন রাবেয়া বেগম। পৌরসভার পক্ষ থেকে কয়েকবার মৌখিকভাবে দেয়াল নির্মাণ না করার জন্য বলা হলেও রাবেয়া বেগম পৌরসভার নির্দেশ অমান্য করে প্রায় ১০ ফুট দেয়াল তৈরি করেন।
সার্ভেয়ার নূর মোঃ গাজী হাসান জানান, চাঁদপুর পৌরসভার প্রশাসক স্যারের নির্দেশে দেয়ালটি ভেঙ্গে দেয়া হয়েছে। পৌরসভার নির্দেশ অমান্য করায় দেয়ালটি ভাঙ্গা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম