চাঁদপুর : সিলেট থেকে শরীরে গাঁজা বহন করে পাচারের চেষ্টাকালে আব্দুর রহিম (৪০) ও মো. তাহের মিয়া (৩৮) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ।
রবিবার (৩১ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ব্রীজের উপর থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।
গ্রেফতারকৃত আব্দুর রহিম হবিগঞ্জ জেলার চুনঘাট এলাকার আব্দুর রহমানের ছেলে ও তাহের মিয়া একই জেলার সানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ব্রীজের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওহিদসহ পুলিশ সদস্যরা।
সিলেট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহী বাস থেকে ওই স্থানে নামেন মাদক বিক্রেতা রহিম ও তাহের মিয়া। পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় উভয়ের পেটের ওপর কস্টিব দিয়ে লাগানো ১ কেজি করে মোট দুই কেজি গাঁজা জব্দ করা। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধাকৃত মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, মামলা দায়েরের পর আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/