শব্দদূষন নিয়ন্ত্রণে ফরিদপুরে ৯ যানবাহনকে জরিমানা

ফরিদপুর: শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ফরিদপুরে ৯ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাহিরদিয়া বাজার নামক স্থানে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মিতা রানী দাস ও পরিদর্শক মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিম্নলিখিত যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:

সাকুরা পরিবহন, জরিমানার পরিমান ৫ হাজার) টাকা, জে আর, আর এম-২ পরিবহন জরিমানার পরিমান ২ হাজার টাকা, দিগন্ত পরিবহন, জরিমানার পরিমান ৫ হাজার টাকা, রয়েল এক্সপ্রেস পরিবহন, জরিমানার পরিমান ৫ হাজার টাকা, পূর্বাশা পরিবহন, জরিমানার পরিমান ৫ হাজার টাকা, হানিফ পরিবহন, জরিমানার পরিমান ৫ হাজার টাকা, হানিফ পরিবহন, জরিমানার পরিমান ৫ হাজার টাকা, মেসার্স মা বাবার দোয়া পরিবহন, জরিমানার পরিমান ১ হাজার টাকা, রাজ এন্টারপ্রাইজ, জরিমানার পরিমান ১ হাজার টাকা।

উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উল্লিখিত মোবাইল কোর্টে মোট ৯ টি যানবাহন (বাস ও ট্রাক) হতে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ৫ টি যানবাহন এর শব্দের মানমাত্রা গ্রহণযোগ্য থাকায় জরিমানা করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনাকালে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/