চাঁদপুর: চাঁদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শপথ পাঠ করাবেন। আমরা চাঁদপুর স্টেডিয়ামে এ শপথগ্রহণের আয়োজন করবো। আমরা প্রায় ২ হাজার মানুষের সমাগম করতে চাই। আমরা সবাই শৃঙ্খলা বজায় রাখবো। সকল শ্রেনীর পেশার মানুষের একটা সম্মিলন থাকবে। শপথের সময় সবার হাতে জাতীয় পতাকা থাকবে এবং মাথায় লাল সবুজের টুপি থাকবে। অনুষ্ঠানের যেসব নির্দেশনা রয়েছে আমরা তা পালন করবো। যারা শপথ অনুষ্ঠানে থাকবে তারা তাদের নির্দিষ্ট যে পোশাক থাকে সেসব পোশাক পরিধান করে আসলে ভালো লাগলো। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ যার যার সেক্টরের প্রতিনিধিত্ব থাকতে হবে।
জেলা প্রশাসক বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিববর্ষ ও যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শপথগ্রহণ করবো, এ সুন্দর সুযোগ তিনি আমাদের জন্যে করে দিয়েছেন। সেই শপথের মূলমন্ত্র নিয়ে আমাদের নতুন প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে। আমরা যেই শপথটি করবো তার প্রতিটি বাক্য যেন আমরা মেনে চলতে পারি। আমি সবসময়ই বলি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এই কথাটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের দেশটা সোনার বাংলা হবে। আমরা যারা শপথগ্রহণ করবো চেষ্টা করবো অন্তত শপথ না ভাঙতে, প্রতিটি বাক্য যথাযথভাবে পালন করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, জেলা স্কাউটের সম্পাদক অজয় ভৌমিক, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া, জেলা ক্রীড়া অফিসার মোঃ তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও সাংবাদিক এমআর ইসলাম বাবু প্রমূখ।
ফম/এমএমএ/