শনিবার ৫ দিনব্যাপী ১৩তম চতুরঙ্গ ইলিশ উৎসব শুরু

এবারের স্পন্সর সিনেবাজ ও টিকে গ্রুপ

চাঁদপুর: ২ অক্টোবর শনিবার পাঁচদিনব্যাপী ১৩তম চতুরঙ্গ ইলিশ উৎসব শুরু হতে যাচ্ছে। এবার যৌথভাবে স্পন্সর হয়েছে সিনেবাজ এবং টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রি। এ উৎসব চলবে ৬ অক্টোবর বুধবার পর্যন্ত।

উৎসবের উদ্বোধক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

প্রতিদিন বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হবে ইলিশ উৎসবের অনুষ্ঠানমালা। বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, গোলটেবিল বৈঠক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকবে প্রতিদিন।

এ উৎসব উপভোগ করার জন্যে সর্বস্তরের চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আহ্বায়ক কাজী শাহাদাত, সদস্য সচিব তোফায়েল আহাম্মদ শেখ এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও মহাসচিব হারুন আল রশীদ।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম