চাঁদপুর : আগামী ৪ ফেব্রুয়ারি চাঁদপুরে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এতে সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু আরো জানান, উপজেলা পর্যায়ের খেলা থেকে প্রতিটি ইভেন্টের ১ম ও ২য় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে মোট ৩২ টি ইভেন্টে ১ম ও ২য় স্থান মিলে মোট ৫শত ১২ জন আগামী ৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের বাস্তবায়নে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামানুসারে আগামী ১৪ জানুয়ারি দেশব্যাপী শুরু হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩। বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
ফম/এমএমএ/