শনিবার শাহারাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি টুয়েন্টির ফাইনাল

প্রধান অতিথি মেজর ( অবঃ ) রফিকুল ইসলাম বীর উত্তম

চাঁদপুর:  আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে শাহারাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস টি-টুয়েন্টি ক্রিকেট টুনামেন্টের ফইনাল খেলা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সাবেক সররাষ্ট্রমন্ত্রী মেজর ( অবঃ ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হবে একই উপজেলার অষ্টাগ্রাম স্পোটিং ক্লাব ও উপলতা স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টের আয়োজক ও শাহারাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু এ প্রতিবেদককে জানান টুনামেন্টের চ্যম্পিয়ন দল পাবে ট্রফি সহ ৪০ হাজার টাকা ও রানার আপ দল পাবে ট্রফি সহ ২৫ হাজার টাকা। টুনামেন্টের ফাইনাল খেলা অনলাইন স্পোটসের মাধ্যমে দেখানো হবে বলে জানান। তিনি আরো জানান অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদেও মধ্যে আশরাফুল ও সাইফুদ্দিন পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক দলের শীষপর্যায়ের নেতৃবৃন্দও ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের পুরুস্কার ছাড়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়, কর্মকতা ও ক্রীড়াসংগঠকদেও পুরুস্কার।

শাহারাস্তিতে প্রথম বারের মতো জাকজমকর্পুন প্রথম আসওে অংশ নিয়েছিলো ৩২ টি দল । দলগুলো ছিলো সি এন ফ্রেন্ডস সার্কেল একাদশ,চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন, চিতোষী রাজধানী স্পোর্টিং ক্লাব,অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ,গোল্ডেন স্টার একাদশ, রাগৈ স্পোর্টিং ক্লাব ,ভড়ুয়া সূর্যমুখী ক্লাব, বসুপাড়া স্পোটিং ক্লাব, সুচিপাড়া ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার, সূচিপাড়া চলো বহুদূর ,সূচিপাড়া পাথৈর ফাইভ স্টার ক্লাব,উপলতা স্পোর্টিং ক্লাব, টাইগার স্পোটিং ক্লাব ,ইলেভেন স্টার একাদশ, রাইস্রী টাইগারস ক্রিকেট ক্লাব,কাকৈরতলা স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি থানা একাদশ ,সবুজ সংঘ একাদশ, মুজাফফরগঞ্জ স্পোর্টিং ক্লাব,
প্রবাসী একাদশ ,উঘারিয়া স্পোটিং ক্লাব, উনকিলা স্পোটিং ক্লাব, খেড়িহর একতা একাদশ ,বেননাইয়া ইয়ং স্টার ক্লাব, সোনালী অতীত ক্লাব, কুমোরটলা টাইগার ক্লাব,,নগর বাউল স্পোটিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর,মনোহরপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি স্পোর্টিং ক্লাব ,মিজান একাদশ, সুচিপাড়া একাদশ।

টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু জানান এই টুর্নামেন্টটি যেনো সফলভাবে শেষ করার জন্য প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা চান ন উপজেলা নির্বাহী অফিসার ও শাহরাস্তি থানা ইনচার্জ সহ শাহরাস্তি উপজেলা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গদের কাছে।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম