শনিবার বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটির সাথে লড়বে চাঁদপুর

চাঁদপুর: নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা শুরু হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাঙামাটির সাথে লড়বে চাঁদপুর জেলা ফুটবল দল। একই দিন দুপুর সাড়ে ১২টায় অপর কোয়ার্টার ফাইনালে খেলবে কক্সবাজার বনাম খাগড়াছড়ি জেলা।

কোয়ার্টার ফাইনাল উপলক্ষে গত কয়েকদিন ধরে নিয়মিত ফুটবল অনুশীলন করেছে চাঁদপুর জেলা ফুটবল দল। কোয়ার্টারে অংশগ্রহণ করতে চাঁদপুর জেলা দলকে শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জার্সিসহ খেলার বিভিন্ন বিষয় নিয়ে খেলোয়াড়দের সাথে আলোচনা হয়।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা দলের টিম ম্যানেজার মনোয়ার হোসেন চৌধুরী ও ফুটবল কোচ মহসিন পাটোয়ারী।

চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন: ইয়াসিন শেখ, শরীফ, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শেখ মোহাম্মদ সেলিম, ইয়াসিন হোসেন, সজিব হোসেন, রাসেল গাজী, জাহিদ, রাহাদ গাজী, আনন্দ চন্দ্র দে, আবু রায়হান শাওন, মারুফ হোসেন, জাহিদুল ইসলাম, জোবায়ের ও ইমাম হোসেন।

এই টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা ৮ ডিসেম্বর এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম