
চাঁদপুর: শনিবার ( ৭ জানুয়ারি ) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব ১৬ বয়স়ভিত্তিক ক্রিকেটারদের প্রাথমিক বাছাই। যারা মেডিকেলে উর্ত্তীন হয়েছে তারাই এ কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে বলে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সূত্রে জানাগেছে।
জেলার ৮ উপজেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে মেডিকেল অনুষ্ঠিত হয় গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে। যার তত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে জেলা ও উপজেলার ৪৭ ক্রিকেটার মেডিকেলে উর্ত্তীন হন।
শনিবার মেডিকেলে উর্ত্তীন ক্রিকেটারদেকে জেলা ১৬ দলের কোচ মোশারফ হোসেন বাবু ও টিম ম্যানেজার মাসুদের কাছে সকাল ১০ টায় রিপোর্ট করতে হবে। ওইদিনই জেলার মূল দল গঠনে খেলোয়াড় নেয়া হবে।
এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপকমিটির সম্পাদক শেখ মোতালেব এ প্রতিবেদককে জানান, ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে জেলার অনুর্ধ্ব ১৪ দল চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি আগামীতে অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল ও জেলা এবং বিভাগীয় পযার্য়ে ভালো করবে। সকল ক্রিকেটারদেরকে মাঠে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।
ফম/এমএমএ/চৌইই/