চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর উপজেলার কর্মী সম্মেলন আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টায় শহরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সম্মেলন স্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, সদর থানা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, সেক্রেটারী জুবায়ের হোসেন খানসহ জামায়াত নেতারা।
এর আগে সম্মেলন সুষ্ঠু ও শৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাদের উপস্থিতিতে দারুস্সালাম ইসলামিক সেন্টার জেলা জামায়াতের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। সম্মেলনে সভাপতিত্ব করবেন চাঁদপুর সদর জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী।
সদর জামায়াতের সেক্রেটারি জুবায়ের হোসেন খান বলেন, পতিত সরকারের কারণে বিগত দেড় যুগ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উন্মুক্ত স্থানে সম্মেলন করতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশে রাজনৈতিক কর্মকান্ড উন্মুক্ত হয়েছে এবং লোকজন নিজস্ব মতামত প্রকাশ করতে পারছে। সদর জামায়াতের এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের জামায়াতের সকল নেতাকর্মী উজ্জীবত। আন্দোলন এবং পরবর্তী সময়ে জামায়াতের কর্মকান্ডকে ইতিবাচক দেখছেন।
এছাড়াও সাধারণ মানুষের মাঝে জামায়াতের বিষয়ে খুবই আগ্রহের সৃষ্টি হয়েছে এবং অনেকেই এই সভায় উপস্থিত থাকবেন।
ফম/এমএমএ/