পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আগামী শনিবার চাঁদপুর শহরে এবং হাজীগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে।
চাঁদপুর শহরে হবে সকাল ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আর দুপুরে হবে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে।
ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ, চাঁদপুর-এর আয়োজনে শনিবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল এবং এখান থেকে জশনে জুলুছ (বর্ণাঢ্য র্যালি) বের হবে।
সকাল ৯টায় জমায়েত, এরপর আলোচনা ও মিলাদ মাহফিল। সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার মাঠ থেকেই জুলুছ বের হবে। শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার মাঠে এসে দোয়া মুনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে হবে।
এছাড়া হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে শনিবার দুপুর ২টায় দরবার শরীফ (ধেররা) কমপ্লেক্স থেকে জশনে জুলুছ বের হবে।
হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে মিলাদ ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
এই জুলুছে নেতৃত্ব দিবেন আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদে আল-মাদানী। উভয় জুলুছে সকল নবী প্রেমিক সুন্নী মুসলমানকে অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফম/এমএমএ/