
আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের আয়োজনে রেলওয়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসায় একসাথে শতাধিক এতিম শিশু ও অতিথিরা ইফতার করে।
চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসার শতাধিক এতিম শিশু রোজাদারের নিয়ে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের বড় স্টেশন লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসায় ইফতারের আয়োজন করে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব।
ইফতারের পূর্বক্ষণে ইসলাম ও রোজা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, এডভোকেট আব্দুল কাদের খান, লেখক ও সংগঠন এইচএম জাকির।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব সিরাজ চৌকদার, চাঁদপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়েবুর রহমান, মিনার এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ, এশিয়া হার্ডওয়ার্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস মেহনতি, ফিরোজ আহমেদ খান, জহিরুল ইসলাম, জানে আলম, ইসমাইল হোসেন, বিল্লাল হোসেন।
ইফতারের পুর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল হাসেম আশরাফী।
ইফতার মাহফিলে বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, নিরাপত্তা সহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর পূর্বে রমজানের ফজিলতসহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অতিথিরা।
ফম/এমএমএ/