শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে আমাদের কাজ করতে হবে: ডিসি

চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, প্রকৃতি আমাদের শিক্ষা দেয়। চলেন আামরা পেশাদারিত্ব বজায় রাখি। আমাদের কোন দল-মত নেই, আমরা সরকারি কর্মচারি। আমাদের যখন পেশাদারিত্বের ঘাটতি হয়ে যায়, তখনই সমস্যার সম্মুখীন হতে হয়। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পূর্বে যা ভুল হয়েছে তা শুধরিয়ে পেশাদারিত্ব বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দিয়েছে। বদলে যাওয়া বাংলাদেশে আমাদের নাগরিক সেবা দিতে হবে সুন্দরভাবে। বদলে যাওয়া বাংলাদেশে সাধারণ নাগরিকদের সাথে কথা বলার ধরন বদলাতে হবে। জনগণ আমাদের মূল স্টেক হোল্ডার। নাগরিকরা চায় হয়রানিমুক্তভাবে তার কাজটি সম্পন্ন হোক। সেই সেবাটিকে তাদেরকে সুন্দরভাবে উপহার দিতে হবে। আমার সেবা দেই, আমাদের আরো ভালো সেবা দিতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সাহস নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে। অফিস প্রধান হিসেবে পুরো অফিসের সার্ভিস নিয়ে চিন্তা করতে হবে।  অফিসে দুর্নীতিমুক্ত সাইনবোর্ড লাগানো দরকার নেই, নিজেকে নিজেই দুর্নীতিমুক্ত করে দেখুন ভালো লাগবে। প্রত্যেক দপ্তরে নিয়মের মধ্য থেকে কাজ করবেন। নিয়মের মধ্য থেকে কাজ করলে কোন প্রকার অসুবিধা হবে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. মুকবল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান খান।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন  সদর উপজেলা পরিষদে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান খান।

ফম/এস.পলাশ/এমএমএ/