শতবছরের চলাচলের রাস্তায় কাটা তারের বেড়া, দুর্ভোগে ৫ পরিবার

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামে শত বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশিরা। এতে করে ওই গ্রামের কাজী বাড়ীর ৫ পরিবারের সদস্যরা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। এই বিষয়ে স্থানীয়ভাবে একাধিক শালিশী বৈঠক হলেও বিষয়টি মানতে নারাজ প্রতিবেশী পাটওয়ারী বাড়ীর লোকজন।

বুধবার (৯ এপ্রিল) সকালে সরেজমিন গিয়ে ওই বাড়ীর সীমানায় দীর্ঘ কাটা তারের বেড়া পাওয়া যায়। একই সাথে তারের বেড়ার পরবর্তী সড়কে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। যাতে করে এই স্থানে চলাচলের রাস্তা ছিলো এমন চিহ্ন না বুঝা যায়।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আব্দুল আজিজ কাজীর ছেলে মো. মনির হোসেন জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার বিবরণ থেকে জানাগেছে, শতবছরের এই রাস্তা নিয়ে উভয় বাড়ীর লোকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। একপর্যায়ে তাদের মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকা এবং মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষে মামলা দায়ের করে। উভয় মামলা চলমান। কিন্তু মামলা নিস্পত্তি হওয়ার আগেই পাটওয়ারী বাড়ীর লোকজন প্রভাব খাটিয়ে কাজী বাড়ীর ৫ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

পাটওয়ারী বাড়ীর বাসিন্দা তারেক পাটওয়ারী বলেন, তারা দীর্ঘ বছর আমাদের ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তির ওপরে থাকা রাস্তা দিয়ে চলাচল করে আসছে। তবে তাদের আচরণ ভালো না এবং রাস্তা পরিস্কারের নামে বিভিন্ন গাছ কেটে নিয়ে যায় এবং আমাদের সাথে আলোচনা করে না। যে কারণে গত ৪ এপ্রিল আমরা ওই রাস্তার একাধিক স্থানে কাটা তারের বেড়া দিয়েছি।

একই বাড়ির বাসিন্দা নুরু পাটওয়ারী বলেন, তাদের সাথে বিরোধের পরে একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। তারা আমাদেরকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩লাখ টাকা দিতে রাজি হয়েছে। আমরা তাদের সাথে বৈঠকে বসতে রাজি হইনি। যারা শালিশ করেছেন তারা আমাদের কাছ থেকে স্বাক্ষর নিতে চেয়েছেন। আমরা বলেছি ক্ষতিপূরন হিসেবে আমাদেরকে ১০লাখ টাকা দিতে হবে।

ওই বাড়ীর দুলাল পাটওয়ারী বলেন, আমরা অনেকেই বাড়িতে থাকি না। যে কারণে তারা আমাদের বাড়ীর রাস্তা ও পুকুর পাড় চলাচল করতে গিয়ে ক্ষতি করেছে। তাদের জন্য আমরা দুটি রাস্তা দিতে পারবোনা। তারা আমাদের বাড়ীর ওপর দিয়ে যে রাস্তা আছে সেটি দিয়ে চলাচল করবে।

ভুক্তভোগী পরিবারের আব্দুল আজিজ কাজী বলেন, শত বছরের পুরনো এই রাস্তা কাটা তারা বেড়া দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তারা সামাজিক বিচার মানে না।

আজিজ কাজীর ভাতিজা জাবেদ কাজী বলেন, পাটওয়ারী বাড়ীর লোকদের সাথে চাচাত ভাই মানিক কাজীর জগড়া বিবাদ হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা হয়। উভয় পক্ষ মামলা করে। কিন্তু বিষয়টি সামাজিকভাবে সমাধান করার জন্য আমরা সাবেক চেয়াম্যান স্বপন মাহমুদের কাছে গিয়েছি। তিনি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একাধিক বৈঠকে বিষয়টি সমাধানে আনলেও পাটওয়ারী বাড়ীর লোকজন তা মানতে নারাজ এবং সর্বশেষ আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা বিষয়টি সামাজিকভাবে সমাধান চাই। আইনের প্রতি আমরা শদ্ধাশীল।

মানিক কাজী বলেন, সামাজিক বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় এবং সর্বশেষ গত ৪ এপ্রিল আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে। এসব বিষয়ে আমরা সর্বশেষ গত ৭ এপ্রিল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা এবং ৬ এপ্রিল সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরবার অভিযোগ দিয়েছি।

শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, পুরো ঘটনা অবহিত। এই বিষয়ে ৩ বার শালিশ বৈঠক হয়েছে। পাটওয়ারী বাড়ীর লোকজন কোন সমাধানে আসতে রাজিনা। তারা ১ শতাংশ জমির জন্য ১০লাখ টাকা দাবী করে। এটি পরিশোধ সম্ভব নয়। কিন্তু তারা যে কাটা তারের বেড়া দিয়েছে এটি কোনভাবে সামজিকতা ও আইনের মধ্যে পড়ে না।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বিষয়টি অবগত হয়ে বলেন, দীর্ঘ দিন চলাচলের রাস্তা কেউ কাটা তারের বেড়া দিয়ে বন্ধ রাখতে পারে না। আমি সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে বলে দিব, যাতে উভয় পক্ষকে ডেকে এবং তাদের কথা শুনে ব্যবস্থা নিতে পারেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম