শঙ্কর চন্দ্র দে’র মৃত্যতে অ্যাডঃ সেলিম আকবরের শোক

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা সদস্য ও প্রবীণ সাংবাদিক শঙ্কর চন্দ্র দে’র মৃত্যতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গনফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

এক শোক বার্তায় তিনি বলেন, আমরা ছোটকাল থেকেই শংঙ্কর দা’কে দেখেছি একজন নির্লোভ, নিরহংকারী মানুষ। সৎ সাংবাদিকতায় তিনি ছিলেন নির্ভীক এবং অবিচল। তার মৃত্যুতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের প্রবীণ এ সদস্য বৃহস্পতিবার দুপুরে শহরের মুখার্জিঘাট এলাকার মেথা রোড ভাড়াটিয়া বাসায় পরলোকগমন করেন। শঙ্কর চন্দ্র দে ১৯৬১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলা পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ছিলেন।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম