মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রথমে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করেন ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ও নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ৩-০ গোলে দল নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, খেলাধুলায় বাংলাদেশ বহির্বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী অন্যান্য সেক্টরের পাশপাশি ক্রীড়া সেক্টরেও ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি আরো বলেন, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। পাশাপাশি মাদক সহ নানান অসামাজিক কার্যকলাপ থেকে দুরে থাকার অন্যতম উপায় হলো খেলাধুলা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শারীকি ও মাসনিক বিকাশ ঘটে। তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা চালু করেছেন। তাই আগামী দিনে উন্নয়ন অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলু, মো. হানিফ মিয়া, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহজাহান মোল্লা, আমান উল্লাহ সরকার, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, যুবলীগ নেতা জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/আরাফাত/