লিভার কান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে প্রিয়লাল

কুমিল্লা: জন্ডিস ও লিভার কান্সারে আক্রান্ত হয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন সুজাতপুর বাজারের টেইলার্স প্রিয়লাল সরকার (দিব্যান লোকন্ স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। সে দীর্ঘদিন জন্ডিস ও লিভার কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। প্রিয়লাল সরকার ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের কোয়রকান্দি গ্রামের ১১৫ বছর বয়সী বয়োবৃদ্ধ যদুলাল বাইনের তৃতীয় পুত্র।
তিনি মৃত্যুকালে এক ছেলে পিয়াস সরকার (১৩) ও এক মেয়ে মিথিলা সরকার (১০), ১১৫ বছর বয়সী পিতা যদুলাল বাইন এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। প্রিয়লাল সরকার এর অকাল মৃত্যুতে কোয়রকান্দি গ্রামে নেমে আসে শোকের ছায়া।
তাঁর বিদেহী আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, প্রবাসী অমল চন্দ্র সরকার, প্রবাসী কমল চন্দ্র সরকার ও নয়ন চন্দ্র সরকার, মন্টু সরকার, মানিক সরকার, হরিকমল সরকার, শ্রীকৃষ্ণ সরকার, অরুন সরকার, নৃপেন সরকার, মনিন্দ্র সরকার, স্বপন সরকার, পুজন চন্দ্র সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 এ ছাড়াও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন কোয়রকান্দি সার্বজনীন মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটি, সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটি,  শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘ ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম