চাঁদপুর: লিও ক্লাব অব চাঁদপুর ডিস্ট্রিক্ট ৩১৫. বি৩ -এর ১ম বার্ষিক সভা ও ২০২৫-২০২৬ এর নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে শহরের চিত্রলেখা মোর লায়ন্স অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় লিও সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন বছরের কমিটি গঠন করা হয়।
তিনি বক্তব্যে বলেন, লিও ক্লাব অব চাঁদপুর মাত্র এক বছরের প্রতিষ্ঠিত একটি সংগঠন । এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক এবং মানবিক কর্মকান্ডে অভাবনীয় দৃষ্টান্ত রেখে চলেছে। আমরা তাদের ক্লাব কর্মকান্ডের পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তোমরা নেতৃত্ব দেওয়া এবং মানবিক গুণাবলী অর্জন করতে পারবে। যা তোমাদের আগামী দিনগুলোতে সফল মানুষ হতে সহায়ক ভূমিকা রাখবে। তোমরা সবাই মিলে চাঁদপুরকে বাংলাদেশ একটি আলোকিত জল হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা রাখছি।
স্বাগত বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট জান্নাতুল নাইমা জুহানি বলেন, মাত্র এক বছর হলো আমাদের এই ক্লাবে প্রতিষ্ঠিত হয়েছে। নারী হওয়ার পরেও এ ক্লাব আমাকে প্রেসিডেন্ট হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে ক্লাবকে এগিয়ে নিতে। বিগত দিনে ক্লাবের প্রত্যেকটা সদস্য আমাকে দারুন ভাবে সহযোগিতা করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, গত এক বছরে আমরা অসহায় মানুষদের ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, কর্মহীন মানুষকে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা সহ সেবামুলক অনেক সামাজিক কাজ করেছি। এই মানবিক কাজে ক্লাবের প্রত্যেকটা সদস্য আমাকে সহযোগিতা করেছেন । আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্লাবের সাবেক জয়েন্ট সেক্রেটারি আঁখি বশায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর উইম্যান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, লায়ন্স মেজর মাকসুদুল রহমান, লায়ন্স লুৎফুর রহমান, লায়ন্স কাজী রাসেল, ক্লাবের পরিচালক মো: আবদুল্লাহ আল নোমান।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সমবেত স্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে ক্লাব সদস্যদের শপথবাক্য পাঠ করান লিও সাইফুল ইসলাম, লিও প্লেজ আঁখি আক্তার। সবশেষে আমন্ত্রিত অতিথি সহ ক্লাবের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে সভায় লিও সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন বছরের কমিটি গঠন করা হয়। এতে নতুন বছরের জন্য প্রেসিডেন্ট জান্নাতুল নাইমা জুহানি, সেক্রেটারি, আঁখি বসায়, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম লিখন, অর্থ সম্পাদক কাজী ইমতিয়াজ, মেম্বারশীপ চেয়ারম্যান জুবারের আহমেদ সিয়াম নির্বাচিত হন।