লায়ন কাজী মাহবুবুল হকের রূহের মাগফিরাত কামনায় দোয়া

চাঁদপুর: চাঁদপুরের সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও চাঁদপুর শিল্পকলা একাডেমীর প্রথম নির্বাচিত সাধারন সম্পাদক ও অনন্যা নাট্য গোষ্ঠীর দীঘ্য দিনের সাবেক সভাপতি রোটারীয়ান লায়ন কাজী মাহবুবুল হক রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) বাদ জুম্মা তরপুরচন্ডী ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসার জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের ভাইয়েরা, ২ ছেলে ও পরিবারসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন শাহরাস্তির হাফেজ মাওঃ ক্বারী ওমর ফারুক মাসউদী।

উল্লেখ্য, গতবছর সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধী অবস্হায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৩ দফা জানাজা শেষে পিতার কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়।

এরআগে লায়ন কাজী মাহবুবুল হক গত ১১ সেপ্টেম্বর ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চাঁদপুরে অসুস্হ হলে ডাক্তারী পরীক্ষায় তার করোনা ধরা পরেনি। ঢাকায় পরীক্ষা করানো হলে করোনা পজেটিভ আসে।কাজী মাহবুবুল হক অসুস্হ হলে ১১সেপ্টেম্বর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালে ভর্তি করে প্রথম ধাপে তাকে ৩ দিন লাইফ সাপোটে রাখা হয়।একটু সুস্হ হলে সেখান থেকে বের করে আনা হয়। আবারো আই সি ও তে রাখা হয়।গত ৩ দিন পূর্বে কাজী মাহবুবুল হক আবারো বেশি অসুস্হ হয়ে পরলে দ্বিতীয়  ধাপে তাকে লাইফ সাপোটে নিয়ে যাওয়া হয়। ৩ দিন লাইফ সাপোটে রাখার পর সোমবার রাত ৮ টায় স্কয়ার হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাজী মাহবুবুল হকের পিতার নাম মরহুম কাজী তাফাজ্জল হোসেন। ৪ ভাই ১ বোনের মধ্যে কাজী মাহবুবুল হক সবার বড় ছিলেন। তিনি ২ ছেলে ও ১ কণ্যা সন্তানের জনক ছিলেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম