
এস ডি সুব্রত
সাবিনা সানজিদা আর কৃষ্ণা
আছে আরো একজন মারিয়া
নারী সাফ চ্যাম্পিয়নের ট্রফিটা
ছিনিয়ে আনল বাংলার মেয়েরা ,
আমাদের চৌকস রত্ন বাঘিনীরা
রচিল যে আজ সেরার গল্পটা
দিনটা ছিল শুধুই আমাদের
এনে দিল তাই কাংখিত জয়টা ,
স্বপ্ন জয়ের পথে আরো একধাপ
এগিয়ে গেল সোনার মেয়েরা
লাল সবুজের এই স্বপ্নগাঁথায়
আবেগে আপ্লুত গর্বিত আমরা ।
লেখক : কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।