লায়ন্স ক্লাব অব চাঁদপুর  রুপালি সভাপতি বাবুল, সেক্রেটারি ফয়সাল ও ট্রেজারার সাখওয়াত

চাঁদপুর: লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর (২০২৩- ২০২৪) এর কমিটি গঠন করা হয়েছে। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি -৩  এর অধীনে কমিটি গঠন করা হয়।
 নতুন লায়ন  বর্ষের ক্লাবের নবাগত সভাপতি  হলেন লায়ন খোরশেদ আলম  বাবুল, সেক্টেটারি  লায়ন  ফয়সাল  আহমেদ ও ট্রেজারার লায়ন সাখওয়াত  হোসেন খান।
গত ৩ জুলাই সোমবার   রাতে  চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী  সড়কস্থ  লায়ন সেল্টারে  নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্ব  হস্তান্তর অনুষ্ঠানে  প্রধান অতিথি  চাঁদপুরের  পুলিশ সুপার মিলন মাহমুদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক চাঁদপুরের সভাপতি ও পুলিশ সুপারের পত্নী ডাঃ  আফসানা শর্মি সহ ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ সহ অতিথিরা উপস্থিত ছিলেন।
নবাগত কমিটির নেতৃবৃন্দ লায়ন বর্ষ সেবা যেনো সুন্দরভাবে   পরিচালনা করতে পারে এ জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম