লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির দায়িত্ব হস্তান্তর

চাঁদপুর:  লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩ জুলাই ) দিনগত  রাতে চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কস্থ লায়ন সেল্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম।

ক্লাবের লায়ন বর্ষ ২০২২- ২০২৩ এর সভাপতি লায়ন কিশোর সিংহ রয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক চাঁদপুরের সভাপতি ও পুলিশ সুপারের পত্নী ডাঃ আফসানা শর্মি।

ক্লাবের সাবেক সভাপতি লায়ন মফিজুল ইসলাম খান সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি লায়ন এডভোকেট সেলিম আকবর , সাবেক সভাপতি লায়ন জাকির হোসেন, লায়ন মুহাঃ সাকী কাওসার, লায়ন মোঃ জিকরুল আহসান , ক্লাবের নবাগত সভাপতি (২০২৩-২০২৪) লায়ন খোরশেদ আলম বাবুল, সেক্টেটারি লায়ন ফয়সাল ইসলাম, ট্রেজারার লায়ন সাখওয়াত হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি লায়ন কামরুল হাসান, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, ক্লাব সদস্য লায়ন পারভেজ খান, লায়ন নোমান, লায়ন মাসুদ, লায়ন শেখ রফিক প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথি ও অন্যান্য সদস্যদের সামনেই ক্লাবের সাবেক সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার সহ অন্যান্যরা নবাগত কমিটির কাছে দায়িত্ব তুলে দেন।

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালি, জেলা ৩১৫ বি৩ বাংলাদেশের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে লিও ক্লাব অব চাঁদপুর রুপালীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লিও ক্লাব অব চাঁদপুর রুপালী, জেলা ৩১৫ বি৩, বাংলাদেশের ২০২৩-২৪ এর জন্য লিও ক্লাব রুপালির প্রেসিডেন্ট হিসেবে লিও ইমরান হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও রাসেল হোসেন, লিও নিজাম উদ্দিন, ক্লাব সেক্রেটারি লিও কোরবান আলী, ক্লাব ট্রেজারার লিও সোহানকে মনোনিত করা হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চাঁদপুর রুপালির সদস্য সহ তাদের পরিবার-পরিজন, লিও সদস্যগন ও অতিথি বৃন্দ সহ অন্যান্যরা অংশ নেন ।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম