লাউচাষি শাবনূর

অনেক দিন হলো অস্ট্রেলিয়ায় আছেন ঢাকাই ছবির নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন না ‘স্বপ্নের ঠিকানা’ অভিনেত্রী। ইদানীং ফেসবুক-ইউটিউবে ভীষণ সরব তিনি।

সিডনি শহরে বসেই ভক্তদের জানান নিজের বর্তমান কাজকর্মের খবর।

সম্প্রতি নিজের ফেসবুক পেইজে নতুন ব্যস্ততার কথা জানালেন শাবনূর, সিডনিতে নিজের বাড়ির আঙিনায় বিশাল সবজির বাগান করেছেন। সেখানে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, শিম, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির চাষ করছেন তিনি। ফেসবুক পেইজে নিজের বাগানের লাউ আর মিষ্টি কুমড়া হাতে দুটি ছবি পোস্ট করেন শাবনূর।

২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। তবে শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে। মোস্তাফিজুর রহমান মানিকের একটি ছবির শুটিং বাকি আছে। এ ছাড়া নিজেও ছবি পরিচালনা করতে চান এই অভিনেত্রী।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম