লাইফ কেয়ার হাসপাতালের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া

চাঁদপুর: চাঁদপুর শহরে লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার  (১ নবেম্বর) চাঁদপুর  আউটার স্টেডিয়াম মার্কেটের  তৃতীয় তলায় লাইফ কেয়ার হাসপাতালের  উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।দোয়া,মুনাজাত পরিচালনা করেন বড়স্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ এ এস এম নুরুল হুদা,  ডাঃএমএ জামান,ডাঃ রাজন কুমার দাস,নোভাএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন পাটোয়ারী, রেইনবো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন হোসেন ভূঁইয়া, পরিচালক কবির ভূঁইয়া সহ আমন্ত্রিত অতিথিগণ।
মিলাদ ও দোয়া শেষে কেক কেটে অতিথিদের মাঝে তবরক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন,  লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিয়াম পাটোয়ারসহ পরিচালক, মানিক বেপারি, হোসেন বেপারী,  হাবিবুর রহমান, হৃদয় ভূঁই, আল-আমিন খান, শরিফুল ইসলাম সহ উক্ত হাসপাতালের সকল পর্যায়ের  কর্মকর্তা ও কর্মচারীগন।
এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিয়াম পাটোয়ারী জানান,  আমরা ২৪ ঘন্টায় এই হাসপাতালের রোগীদের সেবার জন্য খোলা রাখবো। আমাদের সু-সজ্জিত শীতাতোপ নিয়ন্ত্রিত কেবিনের ব্যবস্থা রয়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সকল প্রকারের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এছাড়াও আমাদের এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা ল্যাবে সকল প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা চাই এই হাসপাতালের রোগীদের সেবার মান উন্নত করতে সকল প্রকারের সুযোগ সুবিধা  দেওয়া হবে। এবং গরিব ও অসহায় ও রোগীরা জন্য সকল প্রকারের সুযোগ সুবিধা  থকবে।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম