লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি আর নেই

লন্ডকে নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার নাসরিন মুক্তি। ছবি: সংগ্রহীত।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ গ্রামের আব্দুল রব মাস্টারের ছেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ কামরুজ্জামানের স্ত্রী লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজেউন)। ৪ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সকাল ১০.৩৫ ঘটিকার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়র হয়েছিল ৪৯ বছর। তিনি স্বামী ও একমাত্র শিশুকন্যাসহ পরিবারের অনেক সদস্য ও শুভানুধ্যায়ী এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের উদ্যোগে একটি মসজিদে বাদ আসর পবিত্র কোরআন খতম ও বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাতের অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর ব্রিকলেন মসজিদে তাঁর নামাজ-এ-জানাজা অনুষ্ঠিত হবে।

নাসরিন মুক্তি বিগত ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) পদে নিযুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বোচ্চ নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সার্বিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য দায়িত্ব ও ভূমিকা পালন করে গেছেন। নাসরিন মুক্তি ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জালাল উদ্দিন (বীরউত্তম)-এর এক সাহসী সন্তান।

এদিকে মরহুমার মৃত্যুর সংবাদ পেয়ে মতলব উত্তর উপজেলার জঙ্গল ইসলামাবাদ গ্রামে তার শ^শুড় বাড়ি এবং পিত্রালয়ে শোকের ছায়া নেমে আসে। তার এ অকালে চলে যাওয়াটা যেন তাদের কাছে আকাশ চুম্বি বেদনাদায়ক। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর মরহুমার মৃতদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে। তিনি ক্যান্সার জনিত জটিল রোগে আক্রান্ত ছিলেন।

লন্ডন হাই কমিশনে যোগ দেয়ার আগে তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উচ্চ পদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন মেধাবি ও কর্তব্যপরায়ণ সরকারি কর্মকর্তা ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম