
চাঁদপুর : বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-৩’ লঞ্চে চিকিৎসার জন্য এক নবাজতককে অক্সিজেন দিয়ে নেয়া হচ্ছিল। পথিমধ্যে ওই নবজাতকের অক্সিজেন শেষ হয়ে যায়। ওই অবস্থায় সহায়তা চাইলে নবজাতকের চিকিৎসা সহায়তা এগিয়ে আসে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন।
শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিকেলে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, শনিবার বেলা ১১ টায় বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মো. সবুজ (২৮) ও মোসাম্মৎ লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতিদ্রুত মেডিকেল সহায়তা প্রদানের নিমিত্তে ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/