চাঁদপুর: ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি আল-বোরাক লঞ্চের ধাক্কায় গরুবাহী ট্রলার ডুবেগেছে।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়গঞ্জের পতুল্লা এলাকায় নদীতে এই ঘটনা ঘটে। বর্তমানে লঞ্চটি মতলব উত্তর উপজেলার মোহনপুর ফাঁড়ি পুলিশের হেফাজতে আটক রয়েছে।
খোঁজ নিয়ে জানাগেছে, ৬টা ৪৫মিনিটে ঢাকা সদরঘাট থেকে এমভি আল-বোরাক লঞ্চটি প্রায় ৫শ’ যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে লঞ্চটির ধাক্কায় গরুবাহী ট্রলারটি নদীতে নিমজ্জিত হয়। এ সময় ট্রলারে থাকা লোকজন ও গরুগুলি পানিতে ভেসে যায়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থরা তাৎক্ষনিক নৌ-পুলিশের পাগলা ইউনিটে অভিযোগ করে।
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. অহিদুজ্জামান ফোকাস মোহনাকে বলেন, ঘটনার পর আমাদের নৌ-পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোতে মেসেজ আসে। আমরা এমভি আল-বোরাক লঞ্চটিকে মোহনপুর এলাকায় আটক করি। কিন্তু লঞ্চে অনেক যাত্রী থাকায় তাদেরকে নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে আসি। যাত্রী নামানো হয় রাত ১১টার দিকে। এখন আবার মোহনপুর নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চটি।
তিনি আরো বলেন, ঘটনাস্থল ফতুল্লা থানা এলাকায়। আর ঘটনা ঘটেছে পাগলা ইউনিটের কাছে। যার কারণে পাগলা ইউনিটের পুলিশ ফতুল্লা থানায় আইনী ব্যবস্থা গ্রহণ করবে।
ফম/এমএমএ/