
রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের বাইতুল আমিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলায়েত হোসেনের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। সদর উপজেলা জামায়াতের আমীর মো. নাসির উদ্দিন,জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, শহর ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসাইন।
বিক্ষোভ সমাবেশে জেলা, সদর, শহর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।