লগি বৈঠায় পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা : চাঁদপুরে বিক্ষোভ

চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০০৬ সালে ২৭ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে নির্মম ভাবে পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা এবং অসংখ্য নেতাকর্মী আহত করেছে। সেই হত্যা কান্ডের বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের বাইতুল আমিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলায়েত হোসেনের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। সদর উপজেলা জামায়াতের আমীর মো. নাসির উদ্দিন,জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, শহর ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসাইন।

বিক্ষোভ সমাবেশে জেলা, সদর, শহর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম