লক্ষ্য প্রানের স্বপ্ন তুমি (কবিতা)

—কবির হোসেন মিজি
তুমি ষোল কোটি বাঙ্গালীর স্বাধীনতার স্বপ্ন
সততার চাঁদরে মোড়ানো অমূল্য এক রত্ন।
তোমার বজ্র কন্ঠে আজো শুনি কথার সেই গান
লক্ষ্য প্রানের স্বপ্ন তুমি শেখ মুজিবুর রহমান ***
ও লক্ষ্য প্রাণের স্বপ্ন তুমি শেখ মুজিবুর রহমান
স্বাধীনতার ঘোষক তুমি, এই বীর বাঙালীর
তাইতো তুমি বঙ্গবন্ধু হলে মাতৃভূমি জননীর ***
তুমি পদ্মা, মেঘনা স্রোতের মতো বহমান
লক্ষ্য প্রানের স্বপ্ন তুমি শেখ মুজিবুর রহমান।।
সততার সাথে করেছো শাসন এই সোনার দেশ
ষড়যন্ত্রে হায়ানের দল করেছে তোমায় নিঃশেষ
তবু কোটি প্রানে অমর তুমি, তোমার স্মৃতি অম্লান ***
লক্ষ্য প্রানের স্বপ্ন তুমি শেখ মুজিবুর রহমান।।
পরিচিতি : সংবাদকর্মী, গীতিকার ও লেখক।

ফোকাস মোহনা.কম