চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ১০ লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি বক্তব্যে বলেন, আমি স্বশরীরে এ ইউনিয়নের যুবলীগের সম্মেলনে আসতে পারিনি তাই নেতা কর্মীদের দেখতে পারিনি। সে জন্য দুঃখ প্রকাশ করছি। তবে সহসাই আমি আপনাদের কাছে আসবো। ই উনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামীলীগ সহ সকল সংগঠনের নেতাকর্মীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের লক্ষীপুর মডেল ইউনিয়নটি চাঁদপুর ৩ নির্বাচনি এলাকার সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্ব পূর্ন ইউনিয়। এই ইউনিয়ন নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী নির্বাচনে এই ইউনিয়নের নেতা কর্মীরা ও সর্বস্তরের জনগণ নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। যুবলীগের সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে তাদেকে শুভেচ্ছা জানাই। নবীন প্রবীন মিলিয়ে যে নেতৃত্বে আসবে তারা আগামী দিনে নৌকার হয়ে কাজ করবে। বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা যেভাবে সোনার বাংলাদেশ রূপান্তর করছেন, ডিজিটাল বাংলাদেশের ধারা বাহিকতায় স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের যুব সমাজকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। এ যুবলীগের নেতৃত্ব সকল যুবকদেরকে সংঘটিত করার কাজ করবে। বঙ্গবন্ধুর কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করবে। আপনাদের আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান নিশ্চয়ই এই সভায় উপস্থিত আছেন আমি তার প্রতি ও কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, মাহফুজ রহমান টিটুল,লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম খান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ন কবির সুমন,সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক যুবলীগের তাজুল ইসলাম মিয়াজি।
আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন,সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত, অ্যাডঃ মনির হোসেন ঢালী, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস শেখ,সহ সভাপতি সায়েদ আলী আখন, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সীমা বেগম। ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহির হাওলাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক মাঝির সঞ্চালনায় ত্রি বার্ষীক সম্মেলনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম আলী আহমদ খান ও গীতা পাঠ করেন বিজয়া ত্রিপুরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ফারুক মাঝি, সাধারণ সম্পাদক শফিক গাজী,সিনিয়র সহ সভাপতি শাহ আলম মাঝি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল হকের নাম ঘোষণা করেন। আহামী ১৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়
ফম/এমএমএ/