‘রোগীদের জন্য এই সহায়তা সরকারের একটি মানবিক উদ্যোগ’

চাঁদপুরে দুরারোগ্য রোগীদের মাঝে দুই কোটি টাকার অনুদানের চেক বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও হতদরিদ্র রোগীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তিতে ৪৪২ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ২ কোটি ২১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ চেক বিতরণ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, এই অনুদান কেবল একটি সরকারি সুবিধা নয়, এটি একটি মানবিক উদ্যোগ। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না। তারা দিনের পর দিন রোগ বয়ে বেড়ান, অথচ একটু সহযোগিতা পেলে হয়তো তারা সুস্থ জীবন ফিরে পেতেন। বর্তমান সরকার সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চায় এবং এই চেক বিতরণ কর্মসূচি তারই একটি বাস্তব প্রতিফলন।

ডিসি বলেন, আমরা চাই, এই সহায়তা যেন সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও রোগাক্রান্ত ব্যক্তিদের হাতে পৌঁছায়। কোনো অনিয়ম বা পক্ষপাত যেন না ঘটে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। অনুদানপ্রাপ্ত রোগীরা যেন যথাযথ চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেটাই আমাদের কাম্য।

তিনি আরও বলেন, শুধু সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি খাতও যদি এগিয়ে আসে, তাহলে সম্মিলিতভাবে আমরা অসহায় মানুষের চিকিৎসার বড় একটি সমস্যা দূর করতে পারি।

আজকের এই চেক বিতরণ শুধু একটা অনুষ্ঠান নয় বরং এটি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতীক। সরকারি সহায়তা অব্যাহত থাকবে, কিন্তু এর সঠিক ব্যবহার নিশ্চিত করাও আমাদের নৈতিক কর্তব্য। আশা করি, যাদের হাতে এই অনুদান তুলে দেওয়া হলো, তারা তা যথাযথভাবে কাজে লাগিয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন এবং দেশের একজন সম্পদ হয়ে উঠবেন।

চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৮ উপজেলার মোট ৪৯৬ জন রোগী অনুদানের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৪৪২ জনকে নির্বাচিত করে তাদের মাঝে অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে: ১ম ও ২য় কিস্তিতে ৪৪ জন পেয়েছেন ২২ লাখ টাকা। ৩য় ও ৪র্থ কিস্তিতে ৩৬০ জন পেয়েছেন ১ কোটি ৮০ লাখ টাকা। অতিরিক্ত বরাদ্দ থেকে ৩৮ জন পেয়েছেন ১৯ লাখ টাকা। মোট অনুদান বিতরণ: ২ কোটি ২১ লাখ টাকা
প্রতি জন পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

উপজেলাভিত্তিক অনুদানপ্রাপ্ত রোগীর সংখ্যা: চাঁদপুর পৌরসভা: ৫১ জন,চাঁদপুর সদর: ৫৩ জন, কচুয়া: ৪২ জন, শাহরাস্তি: ৮৭ জন, হাজীগঞ্জ: ৯৬ জন, মতলব দক্ষিণ: ১২ জন, হাইমচর: ৮ জন, ফরিদগঞ্জ: ৯৩ জন।

রোগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি অনুদান পেয়েছেন জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৪০ জন, এরপর স্ট্রোক ৮৬ জন, ক্যান্সার ৫৮ জন, এবং বাকিরা কিডনি, লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মালিহা আক্তার।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, চেকপ্রাপ্ত রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম