রেললাইন আর আমি (কবিতা)

—মনিরুজ্জামান প্রমউখ
ঔ সেই রেললাইন আর আমি।
যেখানে তপ্তধুলো উড়ে না।
যেখানে দিগন্তকে মুড়েছে গোল সীমারেখা।
যেখানে গমনাগমনের আভ্যন্তরীণ পথমিশার সাথে
রয়েছে ভ্রমনপিপাসুর রপ্ত আনাগোনা।
যেখানে হৃদয়ের প্রশস্ততা পায় আদিখ্যেতার বনিবনা।
যেখানে চরণদোলা কন্ঠ গেয়ে উঠে
লালনের গান “ধন্য ধন্য বলি তারে”।
মনিরুজ্জামান প্রমউখ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।
এডমিন : https://literacy-program-37.business.site
মোবাইল : +880 1918437078(WhatsApp),
+880 1729847204.
manirujjamanpramukh1977@outlook.com/

ফোকাস মোহনা.কম