রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চোধুরী নয়ন এমপি নতুন কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি পদে অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম বাবুল পাঠান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল হোসেন খোকন, সহ-সভাপতি শাহজাহান চেয়ারম্যান, কাজী গুলজার, হারুনুর রশিদ হারুন, দেলোয়ার হোসেন দেলু, তোফাজ্জাল হোসেন চেয়ারম্যান, সাইদুল বাকীন ভূঁইয়া। যুগ্ন-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, শফিক খান, কামরুল হাসান রুবেল। সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়া, তানভীর হায়দার চৌধুরী রিংকু, শফিউল আজম সুমন চৌধুরী । প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন, শিক্ষা ও গবেষনা সম্পাদক রিফাত হোসেন জিকু রয়েছেন।
ফম/এমএমএ/মঞ্জু/