রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীতে দীর্ঘদিন থেকে ডবল ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় এলাকায় বসবাসকৃত মানুষ হুমকির মুখে রয়েছে। ঘটনাটি উপজেলার ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়ন মোল্লারহাট এলাকায় খলিফার ব্রিজ নামক স্থানে ডাকাতিয়া নদীতে দীর্ঘদিন থেকে ডবল ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র।
ডাকাতিয়া এলাকায় বসবাসকৃত ক্ষতিগ্রস্থ জনগন সূত্রে জানা যায়, ৮নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ মোল্লার ছেলে মনির মোল্লা ক্ষমতার দাফট বিস্তার করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। স্থানীয়রা আরো সরকারি আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে মাটি বিক্রি করে রাতারাত মোটা অংকের অর্থে পাহাড় তৈরি করে এ চক্রটি। এ ঘটনায় একাধিকবার জেলা উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করলেও এর কোন প্রতিকার না পাওয়ায় মানববন্ধনের মাধ্যমে গণআন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগন।
সূত্রে জানা যায়, এ ব্যাপারে প্রতিবাদ করলেই বিভিন্নভাবে হুমকি শুরু হয়। প্রশাসনের কাছে জোর প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস বলেন, দোষীদের বিরুদ্ধে যথাসময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।
ফম/এমএমএ/