রাসেল ইব্রাহীমের কথায় এস ডি রুবেলের গান, প্রসংশায় ভাসছে 

জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের কনসেপ্টের উপর ভিত্তি করে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় মুক্তি পেয়েছে ভিন্নধর্মী গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি  গানটির সুর করেছেন শিল্পী নিজেই।
বিস্তারিত জানতে চাইলে এস ডি রুবেল বলেন,” প্রতিভাবান গীতিকার  রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান এবং কাছের শিষ্য ,গান লিখতে সে মন থেকেই চেষ্টা করে। আর এই গানটি SD Rubel  নামক পেইজে মুক্তি দেওয়ার একদিনেই মিলিয়ন ভিউজ অতিক্রম করে।শ্রোতাদের ভালোবাসা দেখে মনে হয়েছে– তারা আসলেই সুন্দর কথার ও ভালো সুরের গান শুনতে চায়। ”
অপরদিকে গানটির  গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, মেলোডি কিং খ্যাত স্বপ্নের গায়ক এস ডি রুবেল স্যারের  কণ্ঠে এটি আমার লেখা সেকেন্ড গান, যা আমার জন্য পরম প্রাপ্তি এবং আনন্দের।
জানা যায় যে, অগাস্ট  মাসের ১৮ তারিখে  SD Rubel Foundation নামক ইউটিউব চ্যানেলে এবং ২২ তারিখে ফেসবুক পেজে(S D Rubel) গানটি অবমুক্ত করা হয়,যা প্রায় ২ মিলিয়ন শ্রোতার ভালোবাসায় সিক্ত।
উল্লেখ্য যে, রুবেল- রাসেল জুটির প্রথম গান – আমার একটা তুমি ছিল,  যা শুনে কবিদের কবি নির্মলেন্দু গুণ সহ অনেকেই প্রসংশা করেছেন।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম