রাষ্ট্রীয় মার্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ পাটওয়ারীর দাফন

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের প্রত্যাশী গ্রামে বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল আলহাজ্ব মোঃ আবদুল লতিফ পাটওয়ারী মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারনে ঢাকার সি এম এইচ হাসপাতালে মঙ্গলবার দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,দুই মেয়ে এবং  আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার  (১০ নভেম্বর) বেলা ২ টায় প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের  সামনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ পাটওয়ারীকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি এবং   ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদ হোসেনের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার,  অন্যান্য মুক্তিযোদ্ধা, ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল চৌধুরী সহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ এবং  স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।পরে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফম/এমএমএ/

মাছুম তালুকদার | ফোকাস মোহনা.কম