রামপুর ইউনিয়ন তাঁতীদলের কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন তাঁতীদলের কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর)  বিকাল ৫ টায় ছোট সুন্দর বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট ছোট সুন্দর বাজারে বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব রাখেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. জাকির হোসেন ফয়সাল।
ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক (প্রস্তাবিত) মহসীন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব (প্রস্তাবিত) মানিক হোসেন মিজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম, চাঁদপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন প্রধানীয়া, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, ঢাকা মহানগর রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শাহজালাল দেওয়ান, জেলা তাঁতীদলের সদস্য কামাল বেপারী, বিএনপি নেতা মো. মান্নান মিয়াজি, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক এম. আই. খলিল, চাঁদপুর সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক  বাহাদুর পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আকাশ
প্রমুখ।
সভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা সুলতান আহমেদ।
মতবিনিময় সভা ও লিপলেট বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম