রামপুর ইউনিয়নে সুমন সরকার জয়-কে সংবর্ধনা প্রদান

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের  চরবাকিলা সনাতন ধর্ম প্রচারীণি হরিসভা কার্যকরী পরিষদের সদস্য সুমন সরকার জয় কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ আগষ্ট ) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে হরিসভা কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে হরিসভা কমিটির সহ সভাপতি সমীর সাহার সভাপতিত্ব ও সহ সাধারণ সম্পাদক মানিক পোদ্দার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদষ্টা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, কার্যকরী কমিটির সহ সাধারণ সম্পাদক জয়রাম রায়, সাংবাদিক শ্যামল সরকার, হিসাব রক্ষক জয়দেব রায়, সদস্য শ্যামল সাহা, রনজিত সূত্রধর, নূপুর রায় ও প্রনয় রায়।

সংবর্ধিত অতিথি সুমন সরকার জয় তার বক্তব্যে তাকে সংবর্ধনা প্রদান করায় কমিটির কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ ও প্রকাশ করেন এবং মন্দিরের উন্নয়নে তার সাধ্য মতো সহযোগিতা করার আশ্বাস প্রদান করে। প্রতি শুক্রবার প্রায় অর্ধশতাধিক শিশু কিশোরকে নিয়ে এই মন্দিরে গীতা ক্লাস পরিচালনা করা হয় জেনে তারও প্রশংসা করেন।

গীতা ক্লাস পরিচালনার মাধ্যমে শিশু কিশোরদেরকে ধর্মীয় জ্ঞানে গড়ে তোলার ব্যাপারে সাধ্য মতো সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় দুই শতাধিক ভক্ত সাধারণের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

গাজী মোঃ ইমাম হাসান | ফোকাস মোহনা.কম