রামপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় স্থানীয় সকদী – আলগী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর ) বাদ আছর সকদি পাঁচগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর সুস্থতা এবং বালা মুশিবত থেকে মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ক্বারী ওমর ফারুক।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি  কবির সরদার, সাধারণ সম্পাদক তালিম পাঠান, সহ-সাধারণ সম্পাদক তারেক হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কাদির মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, ইউনিয়ন জিয়াস্মৃতি সংসদের সভাপতি এম.আই. খলিল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জুলহাস হোসাইন, সদস্য সচিব কাউছার পাটওয়ারি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ফয়ছাল রাজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ শাহাদাত হোসাইন, মনির গাজীসহ খোরশেদ খলিফা, রাশেদ খলিফা, হোসাইন খলিফা, সায়েম মিজি, রিয়াদ খান, সোহেল তালুকদার প্রমুখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম