চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মহসিন খান ৫ নং ওয়ার্ডের সকল কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের প্রার্থী হিসেবে আমাকে যে ভাবে পরিশ্রম করে বিজয়ী করেছেন, সে জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি তার কৃতজ্ঞতা প্রকাশে বলেন, ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকগন নির্বাচনের শুরু থেকে বিজয় নিন্চিত করা পর্যন্ত মাঠে ছিলেন,খেটেছেন তা ভাষায় প্রকাশ করার মত না। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি,সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ফম/এমএমএ/